চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, একটি মহল দেশ ও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে এবং জনমনে ভয় ধরাতে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা জিয়া পরিবারকে নিয়ে চক্রান্ত করছে। তাই তাদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে সজাগ থাকতে হবে। সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি গতকাল শনিবার বিকেলে নগরীর গোল পাহাড় মোড়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে বাগমনিরাম ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গনসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ বক্স, মো. শাহ আলম, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, সহ প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমেদ, সদস্য রফিক সরদার বাবলু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, সিনিয়র সহ সভাপতি আবুল বশর, বিএনপি নেতা মো. মুসা, যুবদল নেতা জামাল সদ্দার, মো. শাহজাহান, ওবায়দুল হক, শামসুদ্দোহা প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।












