প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজের ধারাবাহিকতার ফলস্বরূপ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বক্তব্য রাখেন নগর জামায়াতের সাবেক আমীর শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম–১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আদর্শিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। যারা আদর্শ দিয়ে ছাত্রশিবিরের মোকাবেলা করতে পারে না, তারাই সংগঠনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। আমরা কোন ব্যক্তিকেন্দ্রিক নয়; শুধুমাত্র রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করি। নবীর (সা.) সময়েও মুশরিকরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাতে না দিতে তাকে ‘পাগল’, ‘জাদুকর’সহ নানা অপবাদ দিতো। আজও একই ধারা দেখা যায়।
শাহজাহান চৌধুরী বলেন, আমাদের সুন্দর এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলেরা এবং প্রশাসনের কুচক্রী দুর্নীতিবাজ প্রশাসনিক দুর্নীতিবাজ কর্মকর্তরা। বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এমনকি ১৮ বছরে প্রধানমন্ত্রী ও ওনার ছোট বোন ২৬৮ বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে।











