আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

পটিয়ার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স ও দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ্‌। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম, খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ সাহাব উদ্দিন, আবদুর রহিম, অ্যাডভোকেট আব্দুল গণি, ছগীর আহমদ, দিদারুল আলম সিকদার, মনজুর আলম আলমদার, কাজী জসীম উদ্দীন,রহমত উল্লাহ চৌধুরী, ডা. আবু সৈয়দ, শামীম চৌধুরী, মোহাম্মদ আরমান আলমদার, সালাহ উদ্দীন, আবুল হাসানাত মোহাম্মদ নুরুল মোস্তফা, মোহাম্মদ আলিম প্রমূখ। প্রধান অতিথি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মাদ্রাসা শিক্ষাসহ দেশের সকল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হবে। তিনি আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে মুক্তি পেলেন বাংলাদেশি মাসুমা খান
পরবর্তী নিবন্ধইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ১১