নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে

যুবসেনার কেন্দ্রীয় অভিষেকে এম এ মতিন

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ মতিন বলেছেন, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে নানা ইস্যুকে সামনে এনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। দেশে শান্তি আসুক তা যারা চায় না তারাই দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই সময়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা ও ষড়যন্ত্র যেকোনো মূল্যে রুখে দিতে হবে। তিনি গত ৭ নভেম্বর শুক্রবার ঢাকাস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী যুবসেনার কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন এ কথা বলেন। সভাপতিত্ব করেন যুবসেনার কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডা.এস. এম. সরওয়ার। সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা ও সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ মতিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি যুব সমাজকে নিয়ে সরকারকে বড় পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। যুবসেনার নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম এ মতিন। আলোচক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, যুগ্ম সাংগঠনিক সচিব কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, অধ্যক্ষ কাজী মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ আব্দুল হাকিম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, এম মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ সালাউদ্দিন খালেদ, ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ এমরানুল ইসলাম, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ মাসউদ হোসেন, মুহাম্মদ বদরুল হুদা তারেক, জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ মাসুদ আলম পাটোয়ারী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ ফজলুর রশিদ সোহেল, মুহাম্মদ আব্দুল হাই, কাউসার আহমেদ রুবেল, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ সাফায়াত উল্লাহ, কে.এম. মোবারক হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে আনোয়ারায় র‌্যালি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প