সন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের মন থেকে ইংরেজি ভীতি দূর করা এবং শৈশব থেকেই ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সন্দ্বীপে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা। মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিল মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ। এতে সন্দ্বীপের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণির প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. জামসেদ উদ্দিন। সহকারী সচিব ছিলেন দিদারুল আলম। কেন্দ্র সুপার মাইন উদ্দিন, সহ সুপার ওমর কায়সার, সদস্য সচিব নাজমুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রহিম উল্ল্যাহ। প্রধান পর্যবেক্ষক ছিলেন রিয়াদ উদ্দিন, কাজী আনোয়ার, গোলাম মোস্তফা, আকতার হোসেন, সহিদ উদ্দিন মিলাদ, শহিদ সরোয়ার রাসেল, এম এ হাসেম ও জামাল উদ্দিন। অলিম্পিয়াডের কেন্দ্র সচিব মো. জামসেদ উদ্দিন বলেন, সন্দ্বীপের শিক্ষার্থীরা দুর্বল থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ে। মাহফুজসুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বারের মত ইংরেজি অলিম্পিয়াড শুরু হয়েছে,বপ্রত্যাশা করি অন্যরাও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধপরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স
পরবর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে আনোয়ারায় র‌্যালি