অবিলম্বে এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে বক্তারা

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চর ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে এবং সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর উদ্যোগে গতকাল শনিবার লালদীঘি মাঠ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সঞ্চালনা করেন টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপের বর্তমান উন্নয়ন মূলত এশিয়া ও আফ্রিকার সম্পদ লুণ্ঠনের ফল। তাই সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের মঙ্গল সাধন সম্ভব নয়। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। এই বন্দর নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। সরকারকে অবিলম্বে এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বন্দরসহ সারা বাংলাদেশ অচল করে দেয়া হবে। এ সময় তিনি আগামী ১৫ নভেম্বর নয়াবাজার থেকে বড়পুল পর্যন্ত মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দেন। সভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিতে বিভাজন তৈরি করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধপরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স