চন্দনাইশে ধানের শীষের প্রার্থী দেয়ার দাবিতে উপজেলা বিএনপির সমাবেশ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১৪ চন্দনাইশসাতকানিয়া আংশিক আসনে ধানের শীষের প্রার্থী দেয়ার দাবিতে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে সমাবেশ ও র‌্যালি করেছে চন্দনাইশ উপজেলা বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী।

এতে চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। এর আগে একটি র‌্যালি চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের বরগুনি ব্রিজ থেকে শুরু হয়ে খানহাট গিয়ে শেষ হয়। চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে এবং নুরুল হুদা বাবরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, শামসুদ্দিন মেম্বার, নওশা মিয়া, সাইফুল ইসলাম হিরু, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, দিদারুল আলম, রশিদ আহমদ হিরু, রেজাউল করিম চৌধুরী, আবু তালেব, মো. আলমগীর, আবু ছাদেক শিবলু, সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস, মো. আবু জাফর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না
পরবর্তী নিবন্ধসঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে