রাজনীতিতে বিভাজন তৈরি করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়

ইসলামিক ফ্রন্ট মহানগর কাউন্সিলে অধ্যক্ষ জুবাইর

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অদ্যাবধি পারস্পরিক কোনরূপ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, গত ১৫ বছরের শাসক গোষ্ঠী ও তাদের অংশীদারদের বাদ দিলেও অন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সরকার নির্বাচনী প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ করতে পারে নি। সুতরাং রাজনীতিতে বিভাজন তৈরি করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়। ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে গতকাল শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের কাউন্সিল অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (চট্টগ্রাম বিভাগ) অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। আনিসুর রহমানের পরিচালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন এস এম আব্দুল করিম তারেক, অধ্যক্ষ ছৈয়দ আবু ছালেহ, অধ্যক্ষ আবদুল হান্নান, মোহাম্মদ আলম রাজু, উপাধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী, উপাধ্যক্ষ নাছির উদ্দীন আনোয়ারী, আবদুর রহিম তৈয়বী, কাজী মফিজুর রহমান, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ডা. হাসমত আলী তাহেরী, মহিউদ্দিন তাহেরী, এস এম আবু সাদেক ছিটু, কামরুল হাসান শাকিল, শহিদুল ইসলাম প্রমুখ। শেষে এইচ এম মুজিবুল হক শাকুরকে সভাপতি, মোহাম্মদ ওয়াহেদ মুরাদকে সাধারণ সম্পাদক ও আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বাড়ির বাইরে থেকে দরজা বন্ধ করে বাইক চুরি
পরবর্তী নিবন্ধঅবিলম্বে এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে