চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির ৩য় সভা গতকাল সন্ধ্যায় সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের সাম্প্রতিক কার্যক্রম, বিশেষ করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মানসম্পন্ন চিকিৎসাসেবা ও উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন।
চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে লায়ন্স চক্ষু হাসপাতাল আন্তর্জাতিক সংস্থা ‘জেকো ফাউন্ডেশন’, অরবিস ও এলসিআইএফ–এর সহযোগিতায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের দরিদ্র ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনসহ জটিল চক্ষু চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তিনি হাসপাতালের ধারাবাহিক সাফল্য ও রোগীদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় কানাডিয়ান সংস্থা ‘জেকো ফাউন্ডেশন’–এর বাংলাদেশ চ্যাপ্টারের কোঅর্ডিনেটর ও লায়ন্স জেলা ৩১৫–বি৩, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ জানান, জেকো ফাউন্ডেশন বিশ্বব্যাপী প্রায় পঞ্চাশটিরও বেশি চ্যারিটেবল হাসপাতালকে দুঃস্থ রোগীদের ছানি অপারেশনে আর্থিক সহায়তা প্রদান করছে। সাম্প্রতিক পরিসংখ্যানে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল তাদের সেবার মানে শীর্ষস্থান ধরে রেখেছে বলে উল্লেখ করেন। তিনি জেকো ফাউন্ডেশনের অর্থায়নে দেশের দরিদ্র জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে লায়নদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জেকো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং বিদেশী মানবিক সংস্থার সহযোগিতায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচারের জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় সাম্প্রতিক সময়ে হাসপাতালের পরিচালনায় অনুষ্ঠিত বিভিন্ন চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রমের প্রশংসা করা হয়। এছাড়া, এলসিএফের ম্যাচিং ফান্ডে বিদ্যমান এক কোটিরও বেশি টাকার ঘাটতি পূরণের বিষয়ে চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুর সহযোগিতা কামনা করেন।
সভায় প্রাক্তন জেলা গভর্ণরবৃন্দের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.এ. মালেক, লায়ন মোঃ মোস্তাক হোসাইন, ফাউন্ডেশনের ভাইস–চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ–এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন আলহাজ্ব এস জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা ও সহকারী পরিচলক ইনসাফি হান্না উপস্থিত ছিলেন। সভা শেষে ফাউন্ডেশনের ভাইস–চেয়ারম্যান লায়ন কামরুন মালেক ম্যানেজমেন্ট কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আগত লায়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












