পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘গোথিক ট্র্যাডিশন ইন আমেরিকান লিটারেচার্থশিরোনামে একাডেমিক সেমিনার গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সভাপতি এ এস এম ইফতেখারুল আজমের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন চবি ইংরেজি বিভাগের অধ্যাপক জেরীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলা,সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডীন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। আলোচক ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর বিন সরওয়ার।
অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইংরেজি বিভাগের সকল শিক্ষক, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। মুখ্য আলোচক আমেরিকান সাহিত্যে গোথিক ধারার বিকাশ, বৈশিষ্ট্য ও প্রভাব বিষয়ে গভীর ও সুবিন্যস্তভাবে বিশদ ব্যাখ্যা উপস্থাপন করেন।
তিনি আমেরিকান সাহিত্যে, বিশেষ করে হথর্ন, মেল্ভিল, মরিসন, রাইটদের মতো উল্লেখযোগ্য লেখকদের মধ্যে গোথিক উপাদানের মাধ্যমে কীভাবে ধারণা প্রতিফলিত হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












