চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের পরিচালনা কমিটির তৃতীয় সভায় আগামী ২১ ও ২২ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সম্মেলন উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক থাকবেন প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রফেসর ড. হায়াত হোসেন, প্রফেসর ড. মো. আবুল কাসেম, প্রফেসর ড. এম এ গফুর, প্রফেসর ড. আনোয়ারুল হক প্রমুখ। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. নুরুল আমিন। দ্বিতীয় দিনে অনুবাদে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক জি এইচ হাবীবকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া ২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় থাকবে লেখক কর্মশালা। এতে আলোচক থাকবেন প্রফেসর ড. মোহীত উল আলম, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার ও সেলিম সোলায়মান।
গত ৭ নভেম্বর মোমিন রোডস্থ ‘শিশুবিশ্ব’ মিলনায়তনে লেখক চিকিৎসাবিদ ড. প্রণব কুমার চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের পরিচালনা কমিটির সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা –প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রাবন্ধিক প্রফেসর ড. উদিতি দাশ সোমা, চুয়েটের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, কথাসাহিত্যিক–ব্যাংক নির্বাহী নাসের রহমান, সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক– প্রাবন্ধিক মৃণালিনী চক্রবর্তী, চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, নিজামপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, কবি শিশুসাহিত্যিক জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক সংগঠক নিজামুল ইসলাম সরফী, কবি–ছড়াকার জিএম জহির উদ্দীন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা–চট্টগ্রামের সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত)-কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, বিএড কলেজের অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, দৈনিক আজাদীর সহ সম্পাদক শিশুসাহিত্যিক ইসমাইল জসীম ও লেখক রাশেদ রউফ। প্রেস বিজ্ঞপ্তি।











