চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার লগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিক ফলস্বরূপ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমরা আদর্শিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। যারা আদর্শ দিয়ে ছাত্রশিবিরের মোকাবেলা করতে পারে না, তারাই সংগঠনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। বিশেষ অতিথি ছিলেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম–১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











