স্কাউট লিডার স্কিল কোর্সের মহা তাঁবুজলসা

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দৌলতপুর চট্টগ্রামে গত ৫৮ নভেম্বর ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ১৫১ তম স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত কোর্সের মহা তাঁবুজলসায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব এবং স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. এ কে.এম সামছু উদ্দিন আজাদ।

জেলা স্কাউটস সম্পাদক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং কোর্স লিডার

মোহাম্মদ মুজিবুর রহমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এস,এম, হাবিব উল্লাহ হিরু, আঞ্চলিক সম্পাদক এস, এম, শাহনেওয়াজ আলী মির্জা, কাউন্সিলর প্রতিনিধি কামরুন্নাহার বেগম, জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী, কঙবাজার জেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ আনসারুল করিম, ডিআরসি (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. ইমরান হাসান রাসেল, ডিআরসি (সংগঠন ও বিধি) মোহাম্মদ সোলায়মান, আঞ্চলিক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্কাউটিংএর গুণগত মান উন্নয়নের জন্য যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, স্কাউটারদের দক্ষতা বৃদ্ধি, এবং স্কাউট প্রোগ্রামকে আধুনিক ও বাস্তবসম্মত করার উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারের বালি আর্কেডে লোটো আউটলেটের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ