কাপ্তাই প্রজেক্টে সেনাবাহিনী পরিচালিত শিশু নিকেতন স্কুলে গতকাল শনিবার জোন কমান্ডার বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। কাপ্তাই, রাঙ্গুনিয়া এবং রাউজান উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি উচ্চ বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী এই জোন কমান্ডার বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা জানান, কাপ্তাই জোন কমান্ডার বৃত্তি পরীক্ষা ২য় বারের মতো সম্পন্ন হলো। তিনি জানান গতবছরের মতো এবারও ক বিভাগ এবং খ বিভাগে ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ এবং মাসিক বৃত্তি প্রদান করা হবে। কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল নাজমুল কাদির শুভ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপ–অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।












