রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের মাঠ দিবস ও উপকরণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্টের (মৎস্য অধিদপ্তর অংশ) আওতায় ২০২৫২৬ অর্থ বছরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি প্রদর্শনীর (পাঙ্গাস) ফলাফল প্রদর্শন হিসেবে মাঠ দিবস গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসিটেন্ট মো.ওবাইদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লার পরিচালক মো. আনোয়ার হোসেন।

সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। মূখ্য আলোচক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। এর আগে উপজেলা পরিষদ চত্বরে রাজস্ব বাজেটের আওতায় ১জন মৎস্য চাষীকে দেশীয় জাতীয় শিং মাছ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরলে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত ৫
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল