সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি শক্তিশালী গণতন্ত্র গড়ার জন্য ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ মুহূর্তে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের জন্য এখন নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ষোলশহর ২ নং গেইট বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, আবু বক্কর সিকদার, ইয়াকুব আলী সিফাত, অ্যাড. জসিম উদ্দিন হিমেল, সামিয়াত আমিন জিসান, আমজাদ হোসেন শাকিল, নরুল কবির। সভা পরিচালনা করেন যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আবির। প্রেস বিজ্ঞপ্তি।











