শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ চিটাগাং ক্লাবে চিল্ড্রেন ফান ফিয়েস্টা

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

পেডিকেয়ার হসপিটালের পৃষ্ঠপোষকতায় চিটাগাং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সিসিএল চিল্ড্রেন ফান ফিয়েস্টা। গত ৭ নভেম্বর ক্লাব সুইমিংপুল চত্বরে প্রধান অতিথি ছিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। বিশেষ অতিথি ছিলেন পেডিকেয়ার হসপিটালের এমডি ডা.ফাহিম হাসান রেজা। চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান ও চিল্ড্রেন ডেভেলপমেন্ট বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, বাস্কেটবল থ্রো, বাবল হাউস, বেলুন স্যুটিং, বল থ্রো, সার্কাস, মাটির তৈরী প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, জাম্পিং, ম্যাজিক শো, রিং থ্রো, রনপা ও ছবি তোলার মাধ্যমে একটি মজার সময় অতিবাহিত করে শিশুকিশোররা। প্রধান অতিথি বলেন, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের মধ্যে সৃজনশীলতা জাগিয়ে তুলতে সহায়তা করে। বিশেষ অতিথি ডা. ফাহিম হাসান রেজা বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে পেডিকেয়ার হসপিটাল বিশেষ সেবা অব্যাহত রাখবে।এসময় ক্লাব কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাসেম নান্নু , এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সদস্যা শায়লা মাহমুদ ও ব্যারিস্টার শাহবাজ মুন্তাসির চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটকের চলচ্চিত্র আজও প্রাসঙ্গিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ৩য় গভর্নিং বডির সভা