ঢাকায় এসেছেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চার দিনের সফরে ঢাকায় এসেছেন হলিউউ তারকা অরল্যান্ডো ব্লুম। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তার বাংলাদেশ সফর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা নিশ্চিত করেছে ইউনিসেফ। খবর বাংলানিউজের।

গেল বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এসময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এই তারকা। পাশাপাশি শিশুদের সঙ্গে সময় কাটান। অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে ইউনিসেফ লিখেছে, আমি আট বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু।

সেখানে আরও লেখা হয়েছে, রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করতে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ার কারণে তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে। ২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অরল্যান্ডো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন তিনি। এর আগেও ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন এই তারকা।

পূর্ববর্তী নিবন্ধরুশ জ্বালানিতে নিষেধাজ্ঞা হাঙ্গেরিকে এক বছরের ছাড় দিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধনেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক