অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচ সিরিজে গতকাল পঞ্চম ও শেষ টি–টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। পঞ্চম ও শেষ ম্যাচের আগে প্রথম টি–টোয়েন্টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। টি–টোয়েন্টিতে টানা আট সিরিজ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া। আগের আট সিরিজের মধ্যে সাতটিতে জয় ও ১টিতে ড্র করেছিল অসিরা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ সিরিজ ভারতের কাছেই হেরেছিল অস্ট্রেলিয়া।












