লোহাগাড়ায় চলাচলের সড়ক বন্ধ করে ‘উপজেলা প্রশাসন কাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শাহপীর সড়ক বন্ধ করে ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ সময় সড়কটি সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জানা যায়, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে উপজেলা প্রশাসন কাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মাঠের পাশ দিয়ে গেছে ব্যস্ততম শাহপীর সড়ক। চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের থানার রাস্তার মাথা এলাকা থেকে শুরু হয়ে দরবেশহাট ডিসি সড়ক পর্যন্ত এ সড়কের বিস্তৃতি। টুর্নামেন্টের খেলা দেখার জন্য দর্শকদের টিকেটিংয়ের ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার ফলে মাঠ সংলগ্ন শাহপীর সড়কের উভয় পাশে টিনের ঘেরা দিয়ে খেলা শুরুর আগ থেকে শেষ পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা সর্বসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাঠের পাশে সরকার পাড়া, বিল্লাহ পাড়া, দরবেশহাট, সওদাগর পাড়া, বহু আবাসিক ভবনের বাসিন্দা ও দরবেশিয়া জামে জামে মসজিদের মুসল্লিসহ এই সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন এলাকার লোকজনকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া উপজেলা সদর বটতলী স্টেশনের পূর্ব পাশে সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালবাহী গাড়ি এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার এই টুর্নামেন্টের খেলা চলবে। আগামী ৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, খেলা দেখার জন্য টিকেটের ব্যবস্থা করেছে ভালো কথা, কিন্তু চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করবে কেন? গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখায় সাধারণ মানুষ নানা অসুবিধার মধ্যে পড়েছেন। সড়কটি দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খেলার আনন্দ হলেও দৈনন্দিন জীবন কেন থমকে দেওয়া হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে মাঠের পাশে ঘেরাবেড়া দিয়ে চলাচলের পথ উন্মুক্ত রাখতে পারতো। এতে সড়ক দিয়ে চলাচলকারীদের কোনো দুর্ভোগ পোহাতে হতো না। খেলা আয়োজন ও সাধারণ মানুষের চলাচলের মধ্যে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। উভয়কেই সমানভাবে গুরুত্ব দেয়া উচিত। সামনের খেলাগুলোতে এমন পরিস্থিতি এড়াতে সড়ক বন্ধ করার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত।
নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি জানান, পণ্য বাজারজাত করতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এ সড়ক দিয়ে যাচ্ছিলাম। কিন্তু এসে দেখি সড়ক বন্ধ। এখন ঘুরে অন্য সড়ক দিয়ে যেতে হবে। খেলার জন্য সড়ক বন্ধ– এ কেমন তামাশা। এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। সড়ক বন্ধ না করে খেলা আয়োজন করা যেত, এতে সবাই খুশি হতো।
রহিমা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা জানান, তিনি সরকার পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। হেঁটে দরবেশহাট ডিসি সড়কে গিয়ে গাড়িতে উঠে পুটিবিলায় নিজ বাড়িতে যাবার জন্য বের হয়েছেন। মাঠের কাছেই এসে দেখেন টিনের ঘেরা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ। বিকল্প সড়ক দিয়ে গিয়ে গাড়িতে উঠতে হলে তাকে অনেক পথ ঘুরে যেতে হবে জানান তিনি।
এদিকে, সড়ক বন্ধ করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন। মোহাম্মদ মহসিন লিখেছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে এই গুরুত্বপূর্ণ সড়ক ব্লক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খেলার থেকে গুরুত্বপূর্ণ এই সড়ক খোলা রাখার প্রয়োজন মনে করি। মোহাম্মদ শাহজাহান লিখেছেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এরকম কাজ না করাটাই উত্তম। শাহাদাত হোসেন সোহেল লিখেছেন, খেলার জন্য সড়ক ব্লক। এইটা কি রকম জঘন্য ঘটনা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, খেলার শৃঙ্খলা রক্ষায় সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া চলাচলের জন্য বিকল্প অন্য সড়ক রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, চলাচলের রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে খেলা পরিচালনা করা যাবে না। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।








