গোঁফওয়ালা লুকে প্রকাশ্যে শাকিব খান, উল্লাস ভক্তদের

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের সুসময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন প্রত্যাবর্তনের পর একের পর এক চমক নিয়ে পর্দায় ফিরছেন। কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছিল তার আসন্ন সিনেমা ‘সোলজার’র লুক, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এবার সেই লুক নিয়েই প্রকাশ্যে এলেন নায়ক। যেখানে গোঁফওয়ালা শাকিব খানকে দেখা গেছে। খবর বাংলানিউজের।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন দেশ সেরা এই নায়ক। তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে। উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। এ সময় শাকিব খান, শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য। নায়কও তা ফেরান নি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই এবার হাজির হয়ে সবাইকে চমকে দিলেন ঢালিউডের কিং খান। উল্লেখ্য, নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিভাসের নতুন প্রযোজনা পাপ টিআইসিতে ১০ ও ১১ নভেম্বর
পরবর্তী নিবন্ধতালেবানের নিষেধাজ্ঞার পর আফগানিস্তানে আফিম উৎপাদন কমেছে : জাতিসংঘ