কে ডি প্রভাতী ফুটবল ক্লাব আয়োজিত এবং বেবী চয়েস’এর পৃষ্ঠপোষকতায় ৩য় অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ’২৫ গতকাল সকাল ৭টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় পদ্মা নামীয় দল ২–০ গোলে যমুনা নামীয় দলকে হারিয়েছে। দুটি গোলই করেন জয়ী দলের অধিনায়ক ডা. রাইহান। তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। আজ শনিবার সকাল ৬ টায় মেঘনা ও কর্নফুলী দল মুখোমুখি হবে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস কাউন্সিলর ও ক্লাব সমিতির সহ–সভাপতি ক্লাব সমিতি মশিউল আলম স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, বেবী চয়েস’র স্বত্বাধিকারী এম এ নোমান, সাংবাদিক ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবু, কে ডি প্রভাতী ক্লাবের উপদেষ্টা ডা. এ এ এম রাইহান। কে ডি প্রভাতী ক্লাবের সভাপতি অসীম বড়ুয়া অপু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কে ডি প্রভাতী ক্লাবের সাধারণ সম্পাদক সুধীর দে। ক্লাবের যুগ্ম সম্পাদক সুমন বড়ুয়া আবু’র সঞ্চালনায় খেলা শেষে সেরা খেলোয়াড় ডা. এ এ এম রাইহানের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল দলের হেড কোচ নাজিমউদ্দীন নাজু। এ সময় অন্যান্যের মধ্যে ক্লাবের সহ–সভাপতি তাপস চক্রবর্ত্তী, বিজয় বড়ুয়া বাপ্পা ও রানা বড়ুয়াসহ ক্লাব কর্মকর্তাদের মধ্যে হাসান, জাবেদ,নেপাল, পারভেজ,নিউটনসহ সংশ্লিষ্ট’রা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন রাসেল ভান্ডারী।












