সীতাকুণ্ডে আগুনে পুড়ল ২ বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পূর্ব সৈয়দপুর উমাচরন মাতব্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় ক্ষতিগ্রস্ত ২ ভাই কান্নায় ভেঙে পড়েছেন।

এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসলেও তার আগেই বসতঘরের আসবাবপত্র সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, এই দিন সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে ওই ইউনিয়নের বাসিন্দা প্রিয় লাল চন্দ্রনাথ ও রঞ্জিত কুমার নাথের বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ঘরে থাকা নগদ টাকা পয়সা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত রঞ্জিত কুমার নাথ কান্নারত অবস্থায় জানান, অগ্নিকাণ্ডে বাড়ি থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। সাথে থাকা কাপড় ছাড়া আর কিছু নেই। নগদ টাকা ও বাড়ির ফার্নিচার, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের দুই ভাইয়ের কমপক্ষে ৮ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করলেও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে কাঁচা দুটি টিনের ঘর পুড়ে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১ বছরের মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে : মেয়র