চট্টগ্রাম –৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে মনোনয়ন দেয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আসর রাঙ্গুনিয়া মডেল মসজিদে এই মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ চৌধুরী, ফারুকুল ইসলাম, সাইদুল ইসলাম ইফাক, তাহনিয়াজ মোরশেদ তোহা, শহিদুল ইসলাম, মো. লোকমান, মো. এমরান প্রমুখ। মিলাদ শেষে হুমাম কাদের চৌধুরীর সফলতা ও তার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।












