সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। আজ শনিবার সকাল পৌনে ১১টায় কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন মেয়র। আগামী ২১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে মেয়রের। এদিকে গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মেয়রকে বিদায় জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশারাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ এবং জিয়াউর রহমান জিয়া।












