‘তারেক রহমান ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে’

বিপ্লব ও সংহতি দিবসে দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে গতকাল সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

এ সময় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহিজনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং বাংলাদেশের হাল ধরে দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেন। আজকের দিনে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা টালবাহানা শুরু হয়েছে। কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে কর্মসূচি দিচ্ছে। নির্বাচন ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যেসব ষড়যন্ত্র চলছেতা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ইদ্রিস মিয়া বলেন, নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, মতভেদও থাকতে পারে; তবে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ জেলা বিএনপির অধীন ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবেএ দায়িত্ব প্রত্যেক নেতাকর্মীর।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, আজকের দিনে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও নেতাকর্মীদের শপথ হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। এই লক্ষ্য নিয়েই ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশ, তারেক রহমান ও নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। আজ জিয়াউর রহমানের কর্মীদের শপথ হবেতারেক রহমানকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তা তীব্রভাবে প্রতিহত করা। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জামাল হোসেন, আসহাব উদ্দিন চৌধুরী, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, লোকমান, রফিকুল আলম, সাজ্জাদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির, ওসমান, জাগির আহমদ, জসিম উদ্দিন, সালাউদ্দিন সোহেল, ফৌজুল কবির ফজলু, শাহীনুর শাহীন, ইখতিয়ার হোসেন ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, মো. ইব্রাহীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবুনগর মাদ্রাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী
পরবর্তী নিবন্ধআজ লন্ডন যাচ্ছেন মেয়র শাহাদাত