রাউজানের নোয়াপাড়ায় ৭ নভেম্বর উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে সারাদেশের মত রাউজানেও ব্যালট বিপ্লব ঘটাতে হবে। এই বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ী করে এই উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, গুম ও খুনের অপরাজনীতির ধারক–বাহকদের চিরতরে বিদায় করতে হবে। তিনি বলেন, যদি আগামীতে সুযোগ পাই তাহলে রাউজানকে সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে ভূমিকা রাখব। গতকাল শুক্রবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফত উল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখছিলেন। রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও যুবদল নেতা এন আই বাবুলের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাসিম উদ্দিন চৌধুরী, এইচ এম নুরুল হুদা, জিএম মোরশেদ, মুরাদুল আলম, জসীম উদ্দীন, সেলিম নূর, এডভোকেট রফিকুল আলম, এডভোকেট আবু সাঈদ, দিদারুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রফিক, জিয়াউদ্দিন হায়দার, কমলেন্দুশীল, সিরাজ মেম্বার, এমদাদুল হক, সিরাজউদ্দৌল্লাহ চেয়ারম্যান, রহিম উদ্দিন ওয়াসিম, হাজী আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, দিদারুল আলম, আফসারুজ্জামান, মো. ফারুক, মাহাবুল আলম, আনোয়ার হোসেন, মাহাবুবুল আলম, শেখ জাহাঙ্গীর, সেলিম উদ্দিন, পিয়ার মোহাম্মদ বাবু, নাঈম উদ্দিন মিনহাজ, মাসুদ পারভেজ রনি, মুরাদুর রহমান, ফোরকান সিকদার প্রমুখ।












