চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ ক্লাবের উদ্যোগে সামাজিক সচেতনতা, ক্যারিয়ার প্রস্তুতি ও গবেষণা বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ স্টাডিজ বিভাগের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। তিনটি ভিন্নধর্মী পর্বে বিভক্ত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সমাজসচেতনতা, পেশাগত দক্ষতা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়ানো।
প্রথম পর্বে অনুষ্ঠিত ‘সোশ্যাল এক্টিভিটি’ সেশনে সমাজ উন্নয়নমূলক উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কাজের গুরুত্ব এবং নেতৃত্বগুণ বিকাশের ওপর আলোচনা করেন বিভাগীয় প্রভাষক সাহানা পারভীন। এই সেশনে অংশগ্রহণকারীরা দল ভিত্তিকভাবে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে তার সমাধান প্রস্তাব উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বের ‘ক্যারিয়ার উইংস’ ওয়ার্কশপে ক্যারিয়ার পরিকল্পনা, সিভি লেখা, সাক্ষাৎকার প্রস্তুতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে দিকনির্দেশনা দেন প্রভাষক তৈয়বা খানম, সৈয়দ মোহাম্মদ মুনতাছির মোহাইমেন এবং মো. নুর নবী। এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
শেষ পর্বে অনুষ্ঠিত ‘রিসার্চ ওয়ার্কশপ’ এ গবেষণার প্রাথমিক ধারণা, রিসার্চ প্রপোজাল লেখা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেন প্রভাষক হাসনাইন ইস্তেফাজ ও মো. ইউসুফ। অংশগ্রহণকারীরা হাতে–কলমে গবেষণার বিভিন্ন কৌশল অনুশীলন করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, ‘বাংলাদেশ স্টাডিজ ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ, পেশাগত প্রস্তুতি ও গবেষণামুখী মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কর্মশালা শেষে বিভাগে সদ্য যোগদান করা তিন শিক্ষক মো. ইউসুফ, মো. নুর নবী ও সাঈদা নুসরাত, এবং সমপ্রতি অনুষ্ঠিত চাকসু নির্বাচনে নির্বাচিত শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।












