বান্দরবানে গতকাল শুক্রবার বিকালে স্থানীয় রাজারমাঠ থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। দিবসের অনুষ্ঠানটি ধানের শীষ মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী শোডাউনে পরিণত হয়। জেলার ৭টি উপজেলা এবং ৩৩টি ইউনিয়ন থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোডাউনে। শোডাউনটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ধানের শীষ মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান জেলায় বিএনপি ঐক্যবদ্ধ এবং অভিন্ন। এখানে বিভাজনের কিছু নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে ঐক্যবদ্ধ বান্দরবান চাই। প্রশাসন, জাতীয়–আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবান বলা হয় সেটাকে বেগবান বা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বান্দরবানকে শুধুমাত্র পর্যটন নগরী নয়, পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণী, মজিবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।










