বসতঘরে মিলল ইয়াবা, নারী গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বসতঘরে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ রোজি আক্তার (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জুলধা ৯ নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী জুলধা ইউপির ৯ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার মৃত আবুল কালামের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতাহিনা মান্নান রাইসা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন