আনোয়ারা উপজেলার পরৈকোড়ার বাথুয়াপাড়া রাজ রাজেশ্বর বিগ্রহধাম আয়োজিত রাস মহোৎসব তিনদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে– মঙ্গল শোভাযাত্রা, গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসম্মেলন, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ঠাকুরের রাজভোগ, অন্নপ্রসাদ আস্বাদন, শ্রীকৃষ্ণের রাসপূজা। মহানাম সংকীর্ত্তন পরিবেশন করেন মিলন তীর্থ সম্প্রদায় (সাতক্ষীরা), অষ্টসখী সম্প্রদায় (খুলনা), পথের পাগল সম্প্রদায় (যশোর), জগন্নাথানন্দ সম্প্রদায় (লোহাগাড়া)। রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি বিমান দাশের (মিটু) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ বৈদ্যর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ রাজেশ্বর বিগ্রহধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাধন কান্তি দাশ, সহ–সভাপতি অধরলাল চক্রবর্তী, উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা তপন নাগ, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










