সৃষ্টির নেশায় হয়েছি উন্মাদ
নিজের দিয়েছি সব বিলিয়ে
শিল্পের মাঝে অর্পণ করছি
প্রকৃতির সাথে তাল মিলিয়ে।
শিল্পের আসক্তি নেশায় বুদবুদ
চেতনায় তৈরী সূক্ষ্ম শিল্পকর্ম
রংতুলি ইজেল ক্যানভাসে যুদ্ধ
গুচ্ছ কালারে প্লেট হলো বর্ম।
তুলির আঁছড়ে ক্যানভাসের বুকে
রংয়ের চলে শুধু আধিপত্য
শিল্পের সাথে শিল্পীর তীব্র প্রণয়
চিরন্তন চন্দ্র সূর্যের মতো সত্য।
তোমার প্রেমের নেশায় সাধনায়
চিত্রকলার শরীর হয়ে ওঠে জীবন্ত
কামনা বাসনা একাগ্রতায় আমার
শিল্প সাহিত্য চিরকাল প্রাণবন্ত।












