গোমদণ্ডী রেল স্টেশনে ট্রেনের স্টপেজ চাই

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন দুটির বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী রেল স্টেশনে স্টপেজ চাই। জনভোগান্তি কমাতে যাত্রী উঠানামায় সার্ভিস দিতে ট্রেন দুটি স্টেশনে থামানোর দাবি জানাচ্ছি। কর্ণফুলীর ওপর কালুরঘাটে নতুন ৩য় সেতু না হওয়া পর্যন্ত কালুরঘাট রেলসেতুতে প্রতিনিয়ত যানজটের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। এ অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে চায় বোয়ালখালীবাসী।

কালুরঘাটের পশ্চিম পাড়ে জান আলী হাট রেল স্টেশনসহ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন পুরনো নির্ধারিত সবগুলো স্টেশনে যদি নিয়মিত এই আন্ত:নগর ট্রেনটি থামতে পারে তাহলে কালুরঘাটের পূর্ব পাড়ে গোমদণ্ডী রেলওয়ে স্টেশনেও এই লোকাল ট্রেনটি আসা যাওয়ার পথে থামার দাবী বোয়ালখালীবাসীর।

চট্টগ্রাম, কঙবাজার, উখিয়া, টেকনাফসহ দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ থানা, উপজেলায় বোয়ালখালীবাসী চাকরি, ব্যবসাবাণিজ্য ও পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুরাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে হাজারো লোকজন প্রতিনিয়ত আসাযাওয়া করতে হয়। ট্রেনের সার্ভিস অপ্রতুল হওয়ায় বোয়ালখালীবাসীর দুর্ভোগের সীমা নেই। তাই এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

বাবর মুনাফ

উত্তর সারোয়াতলী, বোয়ালখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রভাত কুমার মুখোপাধ্যায়: রবীন্দ্রজীবনীকার
পরবর্তী নিবন্ধধৈর্য ও সহনশীলতাই উন্নতির চাবিকাঠি