জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু রাখা যাবে না : নাহিদ

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু রাখা যাবে না বলে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। গণঅভ্যুত্থানের অংশীজনদের সবার সংসদে থাকা উচিত। শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের জায়গা থেকে জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা ঐক্যমত হয়েছে, বাকিটা জনগণ ঠিক করবে। জুলাই সনদে আইনভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাবো। অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. শামীম হামিদী রয়েছেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের একটা প্রেক্ষাপট ছিল অর্থনৈতিক সংকট, বিশেষত তরুণরা সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল। আমাদের সামনে দুটি অপশন ছিল, সরকারি চাকরি বা বিদেশে যেতে হবে। কিন্তু এই সরকারি চাকরিতেও কোটা বড় বাধা হয়ে দাঁড়ালো। তিনি বলেন, এখন নির্বাচন আসছে, অনেক রাজনৈতিক দল ‘এত কোটি’ চাকরির ব্যবস্থার কথা বলছেন। তরুণরা কেউ আর বেকার থাকবে না। কিন্তু এই কথাগুলো যখন আমরা বলি, আমরা যেন মিন করে বলি। আমরা কোনো প্রক্রিয়ায় কর্মসংস্থান ব্যবস্থা করবো, কোনো প্রক্রিয়ায় তরুণদের ক্ষমতায়িত করবো, এটার প্রস্তাবনা কেউ হাজির করতে পারছে না।

পূর্ববর্তী নিবন্ধবারবার চিন্তা করতে হয় নির্বাচন করব কি করব না : আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধযতই চালাকি হোক, আগে গণভোট, তারপর সংসদ নির্বাচন : তাহের