বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে এবং বাংলাদেশ সোতোকান কারাতে দো– অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২দিন বিকেএফকেএস পাঁচলাইশ শাখায় আন্তঃ স্কুল কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই চ্যাম্পিয়নশিপে ১০টি স্কুল হতে প্রায় ২৬০ জন প্রতিযোগী কাতা, কিহন ও কুমিতে ক্যাটাগরীতে অংশগ্রহণ করে। সর্বমোট ২০টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএফকেএস এর পাঁচলাইশ শাখা, ১৭টি স্বর্ণপদক পেয়ে রানার্সআপ হয় আলকরন শাখা।
বিকেএফকেএস সহ সভাপতি এসএম সাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য শিহান এবি রনির সঞ্চালনায় ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ওয়াহিদুল হক, বিকেএফকেএস নির্বাহী কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ এন্টি টেরোরিজম অফিসার শাহাদাত হোসেন। ১ নভেম্বর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেএফকেএস এর সহ–সভাপতি মানজুমা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শিহান শাহজাদা আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আরো উপস্থিত ছিলেন বিকেএফকেএস এর সহ–সভাপতি স ম বখতিয়ার, সাবেক কারাতে কোচ সরোয়ার খসরু, সাংবাদিক রাজিব চক্রবর্তী, সিনিয়র কারাতে কোচ নির্বাহী সদস্য উষা হ্লা মারমা, শাহেদুল হক শাহেদ, এডভোকেট সোনিয়া শারমিন নুপুর, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম নানটু, সৈয়দ মোহাম্মদ মোরশেদ, সোনিয়া শারমিন নুপুর, তামিম রাইয়ান খান, আলকরন ও নিউমার্কেট শাখার অভিভাবক প্রতিনিধি মুক্তা দাশ,খেলা পরিচালনা ছিলেন চীফ রেফারী সাবেক জাতীয় স্বর্ণপদক বিজয়ী মো. আলমগীর হোসেন ও জয়দেব পাল।












