বাংলাদেশের বিপক্ষে তারুণ্যে আস্থা ভারতের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

আসন্ন এএফসি এশিয়ান কাপ ফাইনাল রাউন্ডের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক দলে জায়গা হয়নি ভারতের তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রীর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ঘোষিত ২৩ সদস্যের প্রাথমিক দলে নতুন প্রজন্মের ফুটবলারদের ওপর ভরসা রেখেছেন প্রধান কোচ খালিদ জামিল। তাতে ছেত্রীর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত মিলছে। ৪১ বছর বয়সী বেঙ্গালুরু এফসি অধিনায়ক এ বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে দলে ফিরেছিলেন। মার্চে শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে খেলেন তিনি। অবসরের পর সেটিই ছিল তার প্রত্যাবর্তন ম্যাচ। কিন্তু পরের সিএএফএ নেশনস কাপ ২০২৫ এর দলে ছিলেন না তিনি। এবারও জামিলের দলে সুযোগ পেলেন না। গত অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে ২১ গোলে হেরে এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে যায় ভারত। চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা গ্রুপ সি’তে তলানিতে অবস্থান করছে। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে তাদের ওপরে অবস্থান করছে বাংলাদেশ। আর শীর্ষে রয়েছে হংকং ও সিঙ্গাপুর (৮ পয়েন্ট)। স্কোয়াডে থাকা খেলোয়াড়রা বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করবেন এবং ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হবেন। ভারতের প্রাথমিক স্কোয়াড: গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্তিক তিওয়ারি, সাহিল। ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইউম্নাম, হমিংথানমাউইয়া রালতে, মোহাম্মদ উভাইস, প্রমভির, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান। মিডফিল্ডার: আশিক কুরুণিয়ান, ব্রিজন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিক্সন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াঙ্গজাম। ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবের আলোকে প্রজ্বলিত রাখা আমাদের দায়িত্ব
পরবর্তী নিবন্ধকিউইদের কাছে নাটকীয় হার ক্যারিবিয়ানদের