পটিয়ায় সড়ক পরিবহন আইনে ৩ চালককে জরিমানা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

পটিয়ায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাঙ টোকেনবিহীন তিনটি গাড়ির চালককে জরিমানা করা হয়েছে। গত বুধবার চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এ সময় আইন অমান্যকারী ৩ চালককে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে পটিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জুয়েলসহ পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম মাঠ পর্যায়ে সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই অভিযানের মূল লক্ষ্য। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় আইআইইউসি ভিসির ইউআইটিএম পরিদর্শন
পরবর্তী নিবন্ধদলের মনোনয়ন নিয়ে কোনো ধরনের সংশয় নেই