পাঁচ ব্যাংক একীভূতকরণের অংশ হিসেবে এক্সিম ব্যাংকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম।
গত ৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এক্সিম ব্যাংকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। মো. শওকাতুল আলম ঢাবির গণিত বিভাগ থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকেও তিনি প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
মো. শওকাতুল আলম ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন।
২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের বরিশাল ও রাজশাহী অফিসে দায়িত্ব পালনসহ প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, বিএফআইইউ, ব্যাংকিং পরিদর্শন বিভাগ এবং বিএমডিএফ–এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভারত, মঙ্গোলিয়া, শ্রীলংকা ও নেপালে অনুষ্ঠিত বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












