পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জয়নাবকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার কাগজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌর সদরের ১ নং ওয়ার্ডের আল্লাই কাগজীপাড়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট পটিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জয়নাব সরাসরি জড়িত। এ ঘটনায় গত বছর ২৭ আগস্ট হামলায় আহত ছাত্র এনামুর রশিদ বাদী হয়ে পটিয়ার সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে ১৫১ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত পরিচয় ৩০০–৩৫০ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন।
উক্ত মামলায় জয়নাল আবেদীন এজাহানামীয় আসামি। এছাড়াও গত বছরের ২৯ আগস্ট পটিয়া থানায় দায়েরকৃত অপর বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারনামীয় আসামি বলেও জানান পুলিশ। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।










