প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক পদ পুনর্বহালসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে চবি সংগীত বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যানার–প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, সংগীত মানুষের মনন, নৈতিকতা ও মানসিক বিকাশে সরাসরি ভূমিকা রাখে। অথচ শিক্ষা কাঠামো থেকে সংগীত শিক্ষাকে ধীরে ধীরে বাদ দেওয়া হচ্ছে, যা সংস্কৃতি ও শিক্ষার জন্য নেতিবাচক সংকেত।তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক পদ পুনর্বহাল ও চলমান নিয়োগে সংযুক্তিকরণ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করা, বিসিএস শিক্ষা ক্যাডারে সংগীত বিষয় অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন নিয়োগে সংগীত বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার ও সার্টিফিকেট কোর্সকে স্নাতকের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি। বক্তারা আরো বলেন, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন।












