ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান কলেজ মাঠে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসমাবেশ সফল করার লক্ষ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসমাবেশে ১০ হাজারের বেশি মানুষের সমাগম হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান বক্তা ছিলেন পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী। স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হালিম সিকদার ও হাটহাজারী কলেজ ছাত্রদল নেতা ইমরানুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা নুর মোহাম্মদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান ফয়েজ, যুবদল নেতা মোহাম্মদ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরমান তালুকদার শাকিল। উপস্থিত ছিলেন মোহাম্মদ রিপন, মুহাম্মদ আরিফ, বখতিয়ার উদ্দিন, মুহাম্মদ রবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












