হাজারী গলির ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাজারী লেইনের ৩৬ ব্যবসায়ীর শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় হাজারী গলিস্থ একটি মার্কেট চত্বরে এই প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, হাজারী গলির ৩৬ জন ব্যবসায়ীর শত কোটি টাকা নিয়ে রাজু গোপাল ধর, রনেক্স, ওমেক্স, অনেক্স, বিজয়, সৌরভ, শ্যাম গংরা আত্মগোপনে চলে যান এবং হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করে দেন এবং দেশের বাইরে তাদের বিলাসবহুল বাড়ি, গাড়ি আছেন বলে অভিযোগ করেন তারা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক রাজীব ধর তমালের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, শাহজাহান ছিদ্দিকী লিটন, প্রদীপ গুহ, কাজল বণিক, রঞ্জন ধর, বাবলা ধর, শিমু রানী দেব, সুমন ধর, কৃষ্ণ কর্মকার, বিধান ধর, সুজিত কর্মকার, মন্টু সরকার, পিকলু বণিক, জলি দেবী, স্বপন বাবু, মৃদুল চৌধুরী, রয়েল ধর, পংকজ ধর, নির্মল ধর প্রমুখ। বক্তারা বলেন, হাজারী গলির দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে এবং দেউলিয়ার পথে ব্যবসায়ীরা। তাদের হারানো অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা এবং মিথ্যা মামলা দিয়ে পাওনাদার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাউজানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা