নিমতলা বিশ্বরোডে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনরিয়াদ (২৭), মো. রুবেল হোসেন (৩৫), আরিফ হোসেন মুন্না (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার এসআই মো. আমির হোসেন। তিনি জানান, আসামিদের গতকাল আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একটি ওয়ান শুটার গানসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে ক্ষতিকর রঙ মিশ্রিত মুগ ডাল বিক্রি