চালিতাতলীতে এবার রিকশাচালক গুলিবিদ্ধ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় এবারও অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। গুলিবিদ্ধ আহত অটোরিকশা চালক ইদ্রিস আলী চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত চালক। রিকশা চালক গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে সন্ধ্যার পর বায়েজিদ থানার পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত রিকশা চালক মো. ইদ্রিস আলী জানান, তিনি দুপুরের দিকে অটোরিকশা চালিয়ে চালিতাতলী এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। এসময় তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন বলে জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক ইদ্রিস আলী হাসপাতালে এসেছেন। তার বাম পা আগে থেকে কাটা। সেই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এর আগের দিন বুধবার সন্ধ্যায় একই এলাকায় গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়। এতে প্রার্থী এরশাদ উল্লাহসহ চারজন গুলিবিদ্ধ হন।

পূর্ববর্তী নিবন্ধ৩০ ঘণ্টা পরও মামলা হয়নি, ধরা পড়েনি জড়িত কেউ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের শুনানি আজ থেকে