সিএসইতে লেনদেন ২৪.০৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৪.০৬ কোটি টাকা। মোট ১,২৮৬টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.১৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৫.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,০২৮.৬৪ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৮.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৪.১৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১০.৭৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৮.১৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩০.০৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৩,১৫২.১৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৬টির। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, দাম কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে এল কুমার বিশ্বজিতের ‘জটিল মানুষ’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭