নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। পরীক্ষিতদের ওপরই ভরসা রেখেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম। গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে চোট পেয়ে ক্যাম্প ছেড়েছিলেন ইব্রাহিম। ২৮ বছর বয়সী এই উইঙ্গার এবার শুরু থেকে আছেন ক্যাম্পে। আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে দল। দুই ম্যাচেই খেলার সম্ভাবনা আছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শোমিত সোমের। ক্যাম্প চলমান থাকলেও হামজা ও শোমিত যোগ দেননি এখনও। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা। নেপাল ম্যাচের আগে আসার কথা রয়েছে শোমিতের। ক্যাম্প শুরুর আগে প্রাথমিক দল ঘোষণা করা হয় সাধারণত। এবার ব্যতীক্রম। ক্যাম্প চালু থাকলেও হাভিয়ের কাবরেরা ছুটিতে স্পেনে থাকায় এতদিন দল ঘোষণা করা হয়নি। মঙ্গলবার ঢাকায় ফিরে কাজে নেমে পড়েন কোচ। প্রাথমিক দল তিনি আনুষ্ঠানিকভাবে দেন গতকাল বুধবার। জাতীয় স্টেডিয়ামে এদিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শোমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে থ্রো বল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ