চবি সংগীত বিভাগের নবীনবরণ গান আবৃত্তি ও নৃত্য পরিবেশনা

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২৪২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত ২ নভেম্বর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিভাগের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরিবেশনা। তারা নানান আঙ্গিকের গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের পরিবেশনা মঞ্চে ভিন্ন মাত্রা যোগ করে এবং মিলনায়তনকে করে তোলে আলোকিত।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি সোমেনজিৎ চক্রবর্তী। বিভাগের শিক্ষার্থী যারীন সুবাহ্‌’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ মুমু, এ কে এম কৌশিক আহমেদ, অনাবিল ইহসান এবং জান্নাতুল ফেরদৌস উর্মি। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং পড়াশোনার প্রতি অবিচল থাকতে হবে, যা তাদের মূল দায়িত্ব। শেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করা হয়। এরপর ২৩২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নতুনদের হাতে উপহার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইড্রোলিক হর্নে শব্দদূষণ, ১৪টি জব্দ ও জরিমানা
পরবর্তী নিবন্ধকোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা