হাইড্রোলিক হর্নে শব্দদূষণ, ১৪টি জব্দ ও জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় গাড়িতে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৭ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এছাড়া অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করায় সংশ্লিষ্ট আইনে ৭ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ১৪টি হাইড্রোলিক হর্ন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘ট্রান্সলেশন স্টাডিজ’ শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধচবি সংগীত বিভাগের নবীনবরণ গান আবৃত্তি ও নৃত্য পরিবেশনা