পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পুরস্কারের পরিমাণ, এলএমজি পাঁচ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার পাঁচশত টাকা। খবর বাংলানিউজের।

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান এআইজি শাহাদাত হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৫টিসহ ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
পরবর্তী নিবন্ধচবিতে ‘হিউম্যান রাইটস হিস্ট্রি’ শীর্ষক সেমিনার আয়োজন