আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কোরবানীগঞ্জে লামাবাজার সরকারি প্রাথমিক (বালক) বিদ্যালয়ে গতকাল বুধবার দুপুরে আহরণ শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক আহমদ। প্রধান অতিথি ছিলেন আহরণের উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। শুরুতে শিক্ষক শারমিন আক্তার প্রার্থনা কবিতা পরিবেশন করেন। আহরণ পরিচিতিমূলক বিভিন্ন পেপার উপস্থাপন করেন শিক্ষক চুমকি বিশ্বাস, সাদিয়া আহমেদ, জয়ন্তী বৈদ্য, মিন্টু সেনগুপ্তা ও হেপী দত্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নাসরীন সুলতানা, সুলতানা নিসরাত খান, এসএম কাউছার আকতার চৌধুরী ও স্নিগ্ধা বিশ্বাস। পরে আহরণের ভূমিকা, সপ্তনীতি এবং আহরণ উদ্যোগসমূহের পেপার শিক্ষকদের মধ্যে বিলি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












